লবণের মাঠ থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি কক্সবাজারের টেকনাফ উপজেলায় । তবে এসময় কাউকে আটক করা যায়নি।
বুধবার সকালে খুদেবার্তায় এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক কাজী মনজুরুল ইসলাম।
তিনি জানান, ভোরে টেকনাফের খারাংখালী লবনের মাঠ দিয়ে একটি ইয়াবা চালান পাচার হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে বিজিবির একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় তিন ইয়াবা পাচারকারী একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ওই ব্যাগ থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার করা হয়, যার দাম প্রায় তিন কোটি টাকা।
উদ্ধার ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়েছে উল্লেখ করে বিজিবির এই কর্মকর্তা জানান, পরবর্তী সময়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে ধ্বংস করা হবে।