এক নারী মাদক বিক্রেতাসহ ২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ময়মনসিংহে । বুধবার দুপুরে গ্রেপ্তারদের ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়েছে।
মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত এই অভিযান পরিচালনা করে জেলার ত্রিশাল, তারাকান্দা এবং গফরগাঁও থানা পুলিশ।
ত্রিশাল থানার ওসি জাকিউর রহমান জানান, ২৩ মে ত্রিশাল থানা পুলিশ দুইজন গ্রেপ্তারি পরোয়নাভুক্ত আসামি, ৫০০ গ্রাম গাঁজা ও ১০৫ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা এবং নিয়মিত মামলার আসামিসহ সাতজনকে গ্রেপ্তার করেছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।
তারাকান্দা থানার ওসি মাজহারুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৫২০ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রেতা সুফিয়া খাতুনকে গ্রেপ্তার করে বুধবার আদালতে সোপর্দ করা হয়।
অফিসার ইনচার্জ গফরগাঁও থানা মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, গফরগাঁও থানায় মাদক ব্যবসায়ী এবং জুয়ারিসহ ১৫ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।