অভিযোগ পাওয়া গছে কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় নেতা এ পিএম সুহেলকে ছাত্রলীগ মারধর করেছে বলে। আজ বুধবার বিকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বর্তমানে সুহেল পুরান ঢাকার একটি বেসরকারী হাসাপাতালে চিকিৎসাধীন আছেন। হামলায় তার মাথা ও নাক ফেটে যায়। ঘটনার সত্যতা স্বীকার করে কেন্দ্রীয় কমিটির যুগ্ম সমন্বয়ক রাশেদ খান বলেন, সুহেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সমন্বয়ক। আজ তার পরীক্ষা ছিলো।
পরীক্ষা শেষে করে বের হওয়ার পর ছাত্রলীগের কিছু দুষ্কৃতিকারী তাকে ধরে নিয়ে যায় এবং মারধর করে। এতে তার মাথা ও নাক ফেটে গেছে।