পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী সহ মোট ৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে ময়মনসিংহ ও দক্ষিণ সুনামগঞ্জে। আজ বুধবার ভোরে তাদেরকে গ্রেফতার করা হয়।
ময়মনসিংহ স্টাফ রিপোর্টার জানিয়েছেন, গ্রেফতারকৃতদের মধ্যে মাদক মামলার আসামি রয়েছে ২৫ জন। বাকিরা বিভিন্ন মামলার আসামি। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে। আজ তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
কোতোয়ালী মডেল থানায় ১৯ জন, ভালুকা ও ঈশ্বরগঞ্জ থানা ছয়জন করে বারজন, নান্দাইল ও তারাকান্দা থানায় পাঁচজন করে ১০ জন, ত্রিশাল থানায় চারজন, মুক্তাগাছা, গফরগাঁও, গৌরীপুর, ফুলপুর ও ধোবাউড়া থানায় দুজন করে মোট দশজন, পাগলা থানায় একজন গ্রেপ্তার হয়েছেন।
এদিকে দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি সূত্রে জানা যায়, থানা অফিসার ইনচার্জ মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, মো. রাজু আহমদ (২২), রাহুল রবি দাস(৩৭) ও আবুল হোসেন ওরফে আবদুল হোসেন (৩৫) নামে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আটকৃতদের বিরুদ্ধে পৃথক পৃথক ভাবে মামলা রুজু করা হয়েছে। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।