আশ্বাস দেয়া হয়েছে প্রস্তাবিত ডিজিটাল আইনে সাংবাদিক ও সংবাদপত্রের স্বাধীনতার ক্ষেত্রে যেসব অসঙ্গতি রয়েছে, তা দূর করার। আজ সোমবার সংসদ সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সঙ্গে সাংবাদিক প্রতিনিধি দলের বৈঠকে এই আশ্বাস দেয়া হয়। বৈঠকে সাংবাদিক প্রতিনিধিদের মধ্যে বেসরকারি টেলিভিশন মালিক প্রতিনিধি,সম্পাদক পরিষদ ও বিএফইউজে’র প্রতিনিধিরা অংশ নেন। সংসদীয় কমিটির সভাপতি ইমরান আহমেদের সভাপতিত্বে বৈঠকে সংসদীয় কমিটির সদস্যরা এবং বিশেষ আমন্ত্রণে আইনমন্ত্রী আনিসুল হক ও ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার অংশ নেন এবং বৈঠকে সাংবাদিক প্রতিনিধিরা ডিজিটাল আইন প্রণয়নের উদ্যোগকে স্বাগত জানান। তবে তারা এ আইনের সংজ্ঞায় স্পষ্টকরণসহ আটটি সুনির্দিষ্ট ধারা তুলে ধরে তা সংশোধনের প্রস্তাব করেন। এ বিষয়গুলো সংসদীয় কমিটির পক্ষ থেকে ইতিবাচকভাবে বিবেচনায় নেয়া হয়েছে বলে বৈঠক শেষে সাংবাদিকদের জানিয়েছেন তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার।

তিনি বলেন, সাংবাদিক প্রতিনিধিরা যে ধারাগুলোর ব্যাপারে আপত্তি তুলেছে, সেক্ষেত্রে আমরা একমত হয়েছি। এ বিষয়টি সংবাদপত্রের ক্ষেত্রে যাতে কোনও বাধা না হয় এবং গণমাধ্যম যেন স্বাধীনভাবে কাজ করতে পারে, সে বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা প্রয়োজনীয় সংশোধন আনবো। তথ্য প্রযুক্তি আইনের ৮টি ধারা নিয়ে শুরু থেকেই গণমাধ্যমের ব্যক্তিরা আপত্তি করে আসছিলেন। ওইসব ধারা বহাল রেখে ডিজিটাল নিরাপত্তা আইন পাস করা হলে স্বাধীন গণমাধ্যমে খড়গ নেমে আসার শঙ্কা প্রকাশ করা হয়েছিল গণমাধ্যমের পক্ষ থেকে। এজন্য শুরু থেকেই খসড়া আইনটির বিষয়ে সাংবাদিকরা আপত্তি তুলেছিলেন। সেই আপত্তি ও মতামত যৌক্তিক বলে মনে করছে সংসদীয় কমিটি ও আইনমন্ত্রী। বৈঠক শেষে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, সাংবাদিক সমাজ ডিজিটাল নিরাপত্তা আইনে যেসকল মতামত তুলে ধরেছেন তার যৌক্তিক। তাদের দাবিগুলোও যৌক্তিক। তাই আমরা আইনটি নতুন করে খসড়া করে সাংবাদিকদের সঙ্গে বসে আইনটি চূড়ান্ত করবো। আইনমন্ত্রীর কথার সঙ্গে সূর মিলিয়ে কমিটি সভাপতি ইমরান আহমদ সাংবাদিকদের বলেন, আমরা সাংবাদিক নেতাদের কথা শুনেছি। তাদের কথাগুলো ইতিবাচকভাবে নিয়েছি। তাদের দাবিগুলো ইতিবাচকভাবে নিয়ে আমরা খসড়া তৈরি করবো। বৈঠকের শুরুতে সভাপতি সকলকে আন্তরিক শুভেচ্ছা জানান। উন্নয়নে দেশকে এক ধাপ এগিয়ে নেয়ার জন্য বঙ্গবন্ধু সাটেলাইট সফলভাবে উৎক্ষেপন হওয়ায় প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা, মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ এর সাথে সংশ্লিষ্ট সকলকে কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়। বৈঠকে বিভিন্ন স্টেকহোল্ডার বিলের ধারা ৮,২১,২৫,২৮,২৯,৩১,৩২ ও ৪৩ বিষয়ে বিস্তারিত বক্তব্য কমিটিতে উপস্থাপন করেন এবং সম্পাদক পরিষদ ও বিএফইউজে তাদের লিখিত বক্তব্য কমিটিতে পেশ করেন।। বৈঠকে কমিটির সদস্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, মোয়াজ্জেম হোসেন রতন, শওকত হাচানুর রহমান (রিমন), কাজী ফিরোজ রশীদ, হোসনে আরা লুৎফা ডালিয়া এবং বিশেষ আমন্ত্রণে ডাক ও টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার এবং  আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বৈঠকে বৈঠকে অংশগ্রহণ করেন। এছাড়া কমিটির আমন্ত্রণে এসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স এর প্রেসিডেন্ট সালমান এফ রহমান, ভাইস প্রেসিডেন্ট মোজাম্মেল হক বাবু, বিএফইউজের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, মহাসচিব ওমর ফারুক, সম্পাদক পরিষদের সভাপতি গোলাম সরওয়ার এবং দি ডেইলি ষ্টারের সম্পাদক মাহ্ফুজ আনাম বৈঠকে অংশ নেন। এছাড়া আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সিনিয়র সচিব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031