রাঙামাটি : সোমবার ভোর ৪টায় – ৮৩ বছর বয়সে মারা গেছেন বর্তমান চাকমা সার্কেল চিফ (চাকমা রাজা) ব্যারিস্টার দেবাশীষ রায়ের মাতা রানি আরতি রায়।
রাজা দেবাশীষ রায়ের ব্যক্তিগত সহকারী সুব্রত চাকমা জানান, বার্ধক্যজনিত রোগের কারণে রাজমাতাকে গত ১৬ এপ্রিল ঢাকায় স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার এতদিন চিকিৎসা চলছিল। পরে ডাক্তারদের পরামর্শে আরতি রায়কে রোববার রাঙামাটিতে আনার পথে চট্টগ্রামের সীতাকুন্ড এলাকায় আজ ভোর ৪টায় মারা যান।
সোমবার সকাল ৭টায় রাজমাতার মরদেহ রাঙামাটিতে আনা হলে প্রথমে তার মরদেহ নেয়া হয় রাজবন বিহারে। সেখানে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে নেয়া হয় রাজবাড়িতে। রাজমাতার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে রাঙামাটিতে। আরতি রায়ের মরদেহ একনজরে দেখতে হাজারো মানুষ ভিড় করছেন রাজবাড়িতে।
মঙ্গলবার দুপুর ২টায় তার শেষকৃত্য অনুষ্ঠান রাজবিহার এলাকায় সম্পন্ন হবে বলে জানিয়েছেন রাজার ব্যক্তিগত সহকারী সুব্রত চাকমা। আরতি রায়ের স্বামী ৫০ তম চাকমা রাজা ত্রিদিব রায় ২০১২ সালে মৃত্যুবরণ করেন।
রাজা দেবাশীষ রায়ের ব্যক্তিগত সহকারী সুব্রত চাকমা জানান, বার্ধক্যজনিত রোগের কারণে রাজমাতাকে গত ১৬ এপ্রিল ঢাকায় স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার এতদিন চিকিৎসা চলছিল। পরে ডাক্তারদের পরামর্শে আরতি রায়কে রোববার রাঙামাটিতে আনার পথে চট্টগ্রামের সীতাকুন্ড এলাকায় আজ ভোর ৪টায় মারা যান।
সোমবার সকাল ৭টায় রাজমাতার মরদেহ রাঙামাটিতে আনা হলে প্রথমে তার মরদেহ নেয়া হয় রাজবন বিহারে। সেখানে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে নেয়া হয় রাজবাড়িতে। রাজমাতার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে রাঙামাটিতে। আরতি রায়ের মরদেহ একনজরে দেখতে হাজারো মানুষ ভিড় করছেন রাজবাড়িতে।
মঙ্গলবার দুপুর ২টায় তার শেষকৃত্য অনুষ্ঠান রাজবিহার এলাকায় সম্পন্ন হবে বলে জানিয়েছেন রাজার ব্যক্তিগত সহকারী সুব্রত চাকমা। আরতি রায়ের স্বামী ৫০ তম চাকমা রাজা ত্রিদিব রায় ২০১২ সালে মৃত্যুবরণ করেন।