আগামী ২রা জুন থেকে ঈদুল ফিতর উপলক্ষ্যে ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে । সম্প্রতি বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। রেলওয়ে সূত্র জানায়, ২রা জুন বিক্রি হবে ১১ই জুনের টিকিট। ৩রা জুন বিক্রি হবে ১২ই জুনের টিকিট। ৪ঠা জুন বিক্রি হবে ১৩ই জুনের টিকিট। ৫ই জুন বিক্রি হবে ১৪ই জুনের টিকিট।
৬ই জুন হবে ১৫ই জুনের টিকিট। এছাড়া ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ৯ই জুন থেকে। ওইদিন ১৮ই জুনের টিকিট বিক্রি হবে। ১০ই জুন ১৯শে জুনের, ১১ই জুন ২০শে জুনের, ১২ই জুন ২১শে জুনের, ১৩ই জুন ২২শে জুনের টিকিট বিক্রি হবে। এসব টিকিট কমলাপুর ও চট্টগ্রামে বিক্রি হবে।