গাইবান্ধা প্রতিনিধিঃ
পবিত্র মাহে রমজান মাসে প্রতিটি দ্রব্যাদির দাম সহনীয় পর্যায় থাকার কথা। অথচ সেই রমজান মাসে দ্রব্যাদির দাম লাগামহীনভাবে বেড়েই চলছে। গোটা দেশের ন্যায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় কাঁচা বাজারসহ প্রতিটি দ্রব্যাদির দাম দ্বিগুন এবং তিনগুন হারে বেড়ে গেছে। যার কারনে উপজেলার নিন্ম আয়ের পরিবারগুলো কাঁচা বাজারের দ্রব্যাদি ক্রয় করতে না পারায় ভর্তা ভাত এমনকি পান্তা ভাত খেয়ে রোজা রাখছে। কথা হয় বেলকা ইউনিয়নের তিস্তার চরের আনোয়ারা বেওয়ার সাথে । তিনি অন্যের বাড়িতে কাজ করে সংসার চালান। প্রতিদিন যা আয় করেন তা দিয়ে চাল, লবন, তেল কিনতে টাকা শেষ হয়ে যায়। মাছ মাংস তো দুরের কথা আলু, বেগুন, পটল , কড়লা কেনা সম্ভব হয়না। সে কারনে তিনি গত বৃহস্পতিবার রাতে প্রথম রোজার সেহেরি খেয়েছেন আলু ভর্তা দিয়ে। তিনি আরও বলেন গোটা রমজান মাসে হয়তো কোন দিন মাছ মাংস তার কপালে জুটবে না। অভিজ্ঞ মহলরা মনে করছেন এক শ্রেনির অসাধু ব্যবসায়ি পবিত্র মাহে রমজান মাসকে পুঁজি করে বিভিন্ন পর্ণ্য সামগ্রী গুদামজাত করে রেখে রমজান মাসে বিক্রি করে অধিক মুনাফা লুটে নিচ্ছে। অন্যান্য মাসের চেয়ে রমজান মাসে প্রতিটি পর্ণ্য কম লাভ নিয়ে বিক্রি করার কথা। সে ক্ষেত্রে অধিক লাভ নিয়ে বিক্রি হচ্ছে প্রতিটি পর্ণ্য। বর্তমানে কাঁচা বাজারে প্রতি কেজি আলু ২০-৬০ টাকা, পটল ৬০টাকা, বেগুন ৫০-৮০ টাকা, কড়লা ৪০-৮০ টাকা, তড়াই ৫০-৭০ টাকা, ঢেড়স ৫০-৬০ টাকা, শশা ৪০-৫০ টাকা, বড়বটি ৪০-৫০ টাকা, ষজিনা ৮০-১০০ টাকা, কাঁচা কলা ৩০-৪০ টাকা, মিষ্টি কুমড়া ৪০-৮০ টাকা, চাল কুমড়া ৩৫-৫০ টাকা, মরিচ ৪০-৬০ টাকা পিয়াঁচ ৪০-৬০ টাকা, রসুন ৬০-১০০ টাকা, আদা ১০০-১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। যা অনেকের ক্রয় ক্ষমতার বাহিরে। অপরদিকে মাছ ও মাংস কেজি প্রতি ৫০-১০০ টাকা বেড়ে গেছে। কথা হয় সুন্দরগঞ্জ বাজারের কাঁচামাল ব্যবসায়ি হামিদুল ইসলামের সাথে। তিনি বলেন স্থানীয়ভাবে কোন প্রকার কাঁচামাল না পাওযায় দিনাজপুর ও পঞ্চগড় হতে কাঁচামাল আনতে হচ্ছে । সে কারনে প্রতিটি কাচাঁমাল কেজি প্রতি ২০-৫০ টাকা বেশি বিক্রি করতে হচ্ছে। তিনি বলেন জায়গার কাঁচামাল যতদিন না পাওয়া যাবে ততদিন দাম কমবে না। এছাড়া প্রতিটি হোটেল এবং ফলমুলের দোকানে স্বাস্থ্য সন্মতভাবে ইফতারিসহ অন্যান্য দ্রব্যাদি বিক্রি না হওয়ার অভিযোগ উঠেছে। সহকারি কমিশনার (ভুমি) আবু বাক্কার সিদ্দিক জানান-ইতিমধ্যে পবিত্র রমজান মাস উপলক্ষে উপজেলা শহরের বিভিন্ন পর্ণ্যরে দোকানে অভিযান চালিয়ে ভ্রম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। গোটা রমজান মাসে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |