এমন ৮৩ নারী আজ শনিবার দেশে ফিরছেন গৃহকর্মের কাজ করতে সৌদি আরব গিয়ে নির্যাতনের শিকার হয়েছেন । প্রবাসী কল্যাণ মন্ত্রনালয় সূত্রে বিষয়টি জানা গেছে।

শনিবার রাত ৯ টা ২০ মিনিটে তাদের বহনকারী এয়ার এরাবিয়া এয়ারওয়েজ ঢাকায় পৌঁছাবে।

ফিরে আসা এই দলে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আবেদনের প্রেক্ষিতে ফিরছেন ১২ জন। কর্মীরা সবাই নির্যাতনের শিকার হয়ে ইমিগ্রেশন ক্যাম্পে (সফর জেল) আশ্রয় নিয়ে ছিলেন।

এর আগে গত মার্চে ফিরেছেন ২৩ জন নারী।

গত চার বছরে সৌদি আরবে নারী গৃহকর্মী যাওয়ার সংখ্যা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত ৭ বছরে ৫ হাজারের কিছু বেশি নারী সৌদি গিয়েছিলেন। এরপর ২০১৫ সালে যান ২১ হাজার জন, ২০১৬ সালে ৬৮ হাজার, ২০১৭ সালে ৮৩ হাজার। আর চলতি বছরের প্রথম দুই মাসে গিয়েছেন ১৬ হাজারের বেশি।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031