দ্রুতগামী মাইক্রোবাসের ধাক্কায় চট্টগ্রম নগরীর ডবলমুরিং থানার কর্ণফুলি মার্কেটের সামনেরোকসানা আক্তার নামের এক মহিলা ফেরীওয়ালার মুত্যৃ হয়েছে।
রোববার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ৭ টায় এই ঘটনা ঘটে। নিহত রোকসানা আকতার (৩০) হালিশহর থানাধীন রামপুর এলাকার গিয়াস উদ্দিনের স্ত্রী।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ফায়ার কন্ট্রোল অপারেটর বিসু দাশ সিটিজি নিউজকে জানান, “সকাল সাড়ে ৭টার দিকে কর্ণফুলি মার্কেটের সামনে দ্রুতগামী একটি মাইক্রোবাস রোকসানাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।”
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বশির আহমদ খান সিটিজি নিউজকে জানান, “রোকসানা আকতার পেশায় একজন ফেরিওয়ালা । সিমেন্টের বস্তা ও প্লাস্টিকের বস্তা সেলাই করে বাজারে বাজারে বিক্রি করে।সকালে কর্ণফুলি বাজারে বস্তা বিক্রি ও আমদানী নেওয়ার জন্য আসে। রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী মাইক্রোবাস ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মুত্যৃ হয়।”
তিনি আরো জানান, নিহতের লাশ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।