প্রত্যুষা ব্যানার্জি বলিউড অভিনেত্রীর মৃত্যু রহস্য নতুন মোড় নিয়েছে।তার মৃত্যুর পর কম জল ঘোলা হয়নি। সর্বশেষ প্রত্যুষার মৃত্যু সংক্রান্ত পূর্ণাঙ্গ মেডিকাল রিপোর্ট পাওয়ার পর নতুন তথ্য রেব হয়ে আসলো।
এতে বলা হয়েছে-প্রত্যুষা ব্যানার্জির আত্মহত্যার আগে তিনি মদ্যপ ছিলেন। প্রচুর মদ পান করেছিলেন। পুলিশের হাতে এখন প্রত্যুষার মৃত্যু সংক্রান্ত পূর্ণাঙ্গ মেডিকাল রিপোর্ট। তাঁর মৃতদেহে ১৩৫ মিলিগ্রাম অ্যালকোহল পাওয়া গেছে। ডাক্তারদের মতে, এই পরিমাণ অ্যালকোহল একজন মানুষের সুস্থভাবে চিন্তাভাবনা করবার ক্ষমতা লোপ করবার পক্ষে যথেষ্ট।
১ এপ্রিল প্রত্যুষা আত্মহত্যা করেন। তারপর সন্দেহভাজন হিসেবে প্রত্যুষার ঘনিষ্ঠ রাহুল রাজ সিংহকে বেশ কয়েকবার জেরা করে পুলিশ। রাহুল নিজের বয়ান বারবার বদল করেছেন। এই অবস্থায় প্রত্যুষার মেডিকাল রিপোর্ট তাঁর মৃত্যু তদন্তে নতুন আলোকপাত করবে বলে মনে করছে পুলিশ।