ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) পবিত্র রমজান মাসে মাংস ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে সর্বসম্মতীক্রমে মাংসের মূল্য নির্ধারণ করেছিলেন । নির্ধারিত মূল্য অনুযায়ী, দেশি গরুর মাংস প্রতি কেজি ৪৫০ টাকা, ভারতীয় গরুর মাংস ৪২০ টাকা, মহিষের মাংস ৪২০ টাকা, ভেড়ার মাংস ৬০০ টাকা এবং খাসির মাংস ৭২০ টাকা কেজি দরে বিক্রি হবার কথা। যা বহাল থাকবে ২৬ শে রমজান পর্যন্ত।
তবে নিয়মের তোয়াক্কা না করে রমজানের প্রথম দিন থেকেই পূর্বের মূল্যেই মাংস বিক্রি করছেন বিক্রেতারা। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, গরুর মাংস ৫০০ টাকা ও খাসীর মাংস ৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এ বিষয়ে বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম জানান, অনিয়ম রুখতে তারা সচেষ্ট রয়েছেন। শনিবার থেকে বাজার পর্যবেক্ষণ করবেন এবং অনিয়ম দেখলেই ব্যবস্থা নেবেন। তিনি আরো বলেন, উত্তর সিটি করপোরেশন এখনো মূল্য নির্ধাারণ করে দেয় নাই।

তাদের মূল্য নির্ধারিত হলেই পুরো ঢাকায় কার্যকর হবে।
Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031