এমভি গ্রীনলাইনের সঙ্গে একটি বাল্কহেডের সংঘর্ষের ঘটনা ঘটেছে চাঁদপুরের মেঘনা নদীতে । এতে বাল্কহেডটি ডুবে যায় এবং দুইশত যাত্রী নিয়ে এমভি গ্রীনলাইনের ইঞ্জিন বন্ধ হয়ে একটি চরে উঠে যায়। এসময় আহত হয়েছেন অন্তত ২০ জন। গ্রীনলাইনের লঞ্চটি ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল। আজ শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ফরাজীকান্দি ও জহিরাবাদ এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে এমভি গ্রীনলাইনের ম্যানেজার শামছুল আরেফীন জানায়, সকাল ৮টায় দুই শতাধিক যাত্রী নিয়ে ঢাকার সদরঘাট থেকে ছেড়ে আসে লঞ্চটি।
কয়েকটি বাল্কহেডকে উল্টাপাল্টা চালাতে দেখে মাইকিং করে সরে যেতে বলা হয়। তারপরও একটি বাল্কহেডের সাথে ধাক্কা লাগলে গ্রীনলাইনের ইঞ্জিন বিকল হয় এবং লঞ্চটি বর্তমানে স্থানীয় চরে আটকা আছে। দুপুর সাড়ে ১২টার দিকে সদরঘাট থেকে গ্রীনলাইন-১ ওই লঞ্চের যাত্রীদের নিয়ে বরিশাল পৌঁছে দিচ্ছে। স্থানীয় মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্দ্রজিৎ দাশ জবলেন, দুর্ঘটনার পর গ্রীনলাইন-৩ ঘটনাস্থল জহিরাবাদ এলাকাতেই আছে। ডুবেযাওয়া বাল্কহেটটির ষ্টাফরা সাঁতড়িয়ে তীরে উঠে আসে। বর্তমানে গ্রীনলাইন-৩ এর কাছে আমাদের মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির পুলিশ অবস্থান করছে।