পবিত্র রমজান মাস বছর ঘুরে আবার এলো । রহমত, বরকত ও মাগফিরাতের মাস। আত্মশুদ্ধির মাস। আজ জুমাবার দেশে শুরু হয়েছে পবিত্র রমজানুল মোবারক। দেশের ধর্মপ্রাণ মুসলমানগণ বৃহস্পতিবার রাতে সেহ্রি খেয়ে রমজানের সিয়াম সাধনা শুরু করেছেন। গতরাত থেকেই শুরু হয়েছে মসজিদে মসজিদে তারাবিহ্।
এদিকে রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জানিয়ে গত বুধ ও বৃহস্পতিবার বিভিন্ন সংগঠন রাজধানীসহ সারা দেশে মিছিল করে। প্রথম তারাবিহ উপলক্ষে গতকাল সন্ধ্যা থেকে রাজধানীর রাস্তাঘাট কিছুটা ফাঁকা হয়ে আসে। এরপর সেহ্রির আগে রাত জাগানিয়া দল বিভিন্ন এলাকায় স্লোগান দিয়ে রোজাদারদের ঘুম ভাঙায়। মাইকে মাইকে মসজিদের ইমামের আহ্বান-বয়ান ও সাইরেনে ঘুম ভাঙে অনেকের। এরপর পরিবারের সঙ্গে সেহ্রি গ্রহণ করে রোজা রাখেন। রোজাদারগণ যাতে নির্বিঘ্নে সিয়াম সাধনা করতে পারেন সে জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। রমজান উপলক্ষে বিভিন্ন সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের সমসূচিতেও পরিবর্তন আনা হয়েছে। কিছু প্রতিষ্ঠান পুরো মাস ধরেই বন্ধ থাকছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। তবে গ্রাহক লেনদেন চলবে বেলা আড়াইটা পর্যন্ত। আজ সন্ধ্যায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠান ইফতার মাহফিলের আয়োজন করেছে। ঈদের আগ পর্যন্ত চলবে এই কর্মসূচি।