আদালত ভুয়া জন্মদিন পালনের অভিযোগে বিএনপি চেয়াপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন ।
বৃহস্পতিবার সকালে পুরান ঢাকার বকশি বাজার স্থাপিত বিশেষ আদালতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট খুরশিদ আলম এ আদেশ দেন। একই সঙ্গে এই মামলায় খালেদা জিয়াকে গ্রেফতার না দেখানোর আগে তার জামিন আবেদন না করতেও নির্দেশ দেন আদালত।
মানহানি মামলায় বাদী পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আবু এবং খালেদা জিয়ার পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার। ২০১৬ সালের ৩০ আগস্ট মামলাটি দায়ের করেন গাজী জহিরুল ইসলাম। ওই বছরের ১৭ অক্টোবর খালেদা জিয়ার বিরুদ্ধে সমন জারি করা হয়।