আগামী পরশু শুক্রবার থেকে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। আজ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি তাদের বৈঠকের পর এ ঘোষণা দিয়েছে। দেশের কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায় নি। এর আগে হিজরি ১৪৩৯ সনের পবিত্র রমজান মাস শুরুর তারিখ নির্ধারণে রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৈঠকে বসে চাঁদ দেখা কমিটি। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।
উল্লেখ্য, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে বৃহস্পতিবার থেকে রমজান শুরু হচ্ছে।