তৃণমূল পর্যায়ের শিক্ষার্থীদের গণিত ভীতি দূর করে আনন্দের সহিত গ্রহণ করানোর প্রত্যয়ে প্রথমবারের মত গণিত অলিম্পিয়াডের আয়োজন করে গ্লোবাল কমিউনিটি অরগানাইজেশন। রাজশাহী জেলার বাঘা উপজেলাধীন আড়ানী পৌরসভা ও আড়ানী ইউনিয়নের অর্ন্তভূক্ত মাধ্যমিক পর্যায়ের পাঁচটি শিক্ষা প্রষ্ঠিানের শতাধিক শিক্ষার্থীদের নিয়ে “১ংঃ ওহঃবৎ ঝপযড়ড়ষ গধঃয ঙষুসঢ়রধফ” অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগীতায় ক্যাটাগরী-১ (৬ষ্ট- ৮ম শ্রেনি) এ প্রথম স্থান অধিকারী হয়েছে শাদমান সাকবি স্বচ্ছ (আড়ানী মনোমোহিনী উচ্চ বিদ্যালয়), দ্বিতীয় স্থান অধিকারী হয়েছে মোসা. মায়শা ইয়াসরিবা (আড়ানী মনোমোহিনী উচ্চ বিদ্যালয়), এবং তৃতীয় স্থান অধিকারী হয়েছে (আড়ানী মনোমোহিনী উচ্চ বিদ্যালয়)। একইসাথে ক্যাটাগরী-২ (৯ম ও ১০ম শ্রেনি) এ প্রথম স্থান, দ্বিতীয় স্থান এবং তৃতীয় স্থান অধিকারী হয়েছে যথাক্রমে মোসা. তারমিন খাতুন (হনিপুর উচ্চ বিদ্যালয়), শাহরিয়ার কবির জীম (আড়ানী মনোমোহিনী উচ্চ বিদ্যালয়) এবং জারিন তাসনিম (আড়ানী মনোমোহিনী উচ্চ বিদ্যালয়)। উক্ত বিজয়ীরা পুরুস্কার হিসেবে (উভয় ক্যাটাগরী) পেয়েছে সার্টিফিকেট, মেডেল, ক্রেস্ট, গাছ, ১০০০ (১ম), ৭০০ (২য়), ৫০০ টাকা (৩য়)।

আড়ানী মনোমোহিনী উচ্চ বিদ্যালয়ের হল রুমে উক্ত পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব মোহা. যোবায়ের হোসেন, সহকারী কমিশনার(ভূমি), বাঘা, রাজশাহী। বিশেষ অতিথিবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন গ্লোবাল কমিউনিটি অরগানাইজেশনের উদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জনাব আজের আলী সরকার এবং বাঘা প্রেস ক্লাবের সভাপতি জনাব ডা. লতিফ মিঞা। উদ্বোধক ছিলেন আড়ানী মনোমোহিনী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব মো. আব্দুল মতিন এবং পৃষ্ঠপোষক ছিলেন আড়ানী মনোমোহিনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী সঞ্জয় কুমার। উক্ত অনুষ্ঠানে সভাপত্বি করেন গ্লোবাল কমিউনিটি অরগানাইজেশন প্রেসিডেন্ট জনাব আমিনুল ইসলাম। অন্যান্যদের মধ্যে স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং গ্লোবাল কমিউনিটি অরগানাইজেশন এর র্নিবাহী কমিটির সদস্য শোভন, শাহীন, শাহিনুর, জয়নাল, মাহ্বুব, চঞ্চল, মাসুদ, নয়ন প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রেস বজ্ঞিপ্তি

 

 

 

 

 

 

 

 

 

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031