আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক যে কেন্দ্রে যাচ্ছেন সেখানেই জাল ভোটের মহোৎসব চলছে বলে অভিযোগ পাওয়া গেছে খুলনা সিটি করপোরেশন নির্বাচনে। আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে এ সিটিতে ভোট গ্রহণ শুরু হয়। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ঘুরে ঘুরে ভোট গ্রহণ দেখছেন তালুকদার আব্দুল খালেক। অভিযোগ উঠেছে, কেন্দ্রগুলোতে যাওয়ার সময় খালেকের সঙ্গে ৩০/৪০ জনের একটি বহর থাকে। সঙ্গে মিডিয়াও থাকে। কেন্দ্র পরিদর্শন শেষে তিনি বের আসলে মিড়িয়াও বের হয়ে আসে।

 এ সুযোগে পেছনে তার বহর শুরু করে জাল ভোটের মহোৎসব। তালুকদার আব্দুল খালেক দুপুর ২টার দিকে ১৯ নম্বর ওয়ার্ডের শেখপাড়া বিদ্যুৎ স্কুল কেন্দ্রে যান। সেখান থেকে তিনি বের হয়ে আসলে তার সঙ্গে থাকা বহর জাল ভোট দেয়া শুরু করে। একইভাবে হাতেম আলী স্কুল, ২৫ নম্বর ওয়ার্ডে সিদ্দিকীয়া মাদ্রাসা, ৩১ নম্বর আব্দুল মালেক ইসলামীয়া কলেজ কেন্দ্রে একই ঘটনা ঘটে।
Share Now
April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930