শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরে স্কুল পর্যায়ে গঠিত বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সদস্য, অভিভাবক, শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা করা হয়েছে। মঙ্গলবার সকালে শরীয়তপুর সদর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। শলীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা শিক্ষা অফিসার আব্দুল হেলিম ফকির। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান ফাতেমা আক্তার শিল্পী, এনএসআই’র এডি মিজানুর রহমান, পালং থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির, উপজেলা একাডেমিক সুপারভাইজার শিরিন সুলতানা প্রমূখ। এসময় মো. জিয়াউর রহমান বলেন, দেশের বাল্য বিবাহ হলে কিশোরীরা শারিরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে করে তারা দেশের বোঝা হয়ে দাড়ায়। সমাজ তথা দেশ থেকে বাল্য বিবাহ দূর করতে হবে। এজন্য সকলকে এগিয়ে আসতে হবে।