শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত করা হয়েছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের । তবে পূর্ব ঘোষিত ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীদের যুগ্ম আহবায়ক নূরুল হক নূর। বিকালে আন্দোলনকারীদের আহ্বায়ক হাসান আল মামুন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে দেখা করেন। এরপর সন্ধ্যা ৭টায় শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নেয় আন্দোলনকারীরা। এসময় আন্দোলনকারীদের যুগ্ম-আহ্বায়ক নুরুল হক নুর বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোটা বাতিল ঘোষণার ৩৩ দিন পরও প্রজ্ঞাপন না হওয়ায় ছাত্র সমাজ বিক্ষুব্ধ হয়েছে। এছাড়া আমাদের আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সারাদেশে হামলা করায় তারা ক্ষুব্ধ।
আমরা আমাদের দাবি আদায়ে আজকের অবরোধ কর্মসূচি স্থগিত করছি। তবে পূর্বঘোষিত কলেজ-বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি চলবে।