ঢাকা:সিদ্ধান্ত হয়েছে জ্বালানি তেলের দাম কমানোর । এ সিদ্ধান্ত আজ রোববার দিবাগত রাত ১২টার পর থেকে কার্যকর হবে বলে জানা গেছে।
সূত্র জানিয়েছে, পেট্রোল ও অকটেন লিটার প্রতি ১০ এবং কেরোসিন ও ডিজেল লিটার প্রতি ৩ টাকা কমানোর সিদ্ধান্ত হয়েছে। কিছুক্ষণের মধ্যেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।