পুলিশের ওপর হামলা চালিয়েছে মাদক বিক্রেতারা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার মোহরা জান আলী স্টেশন সংলগ্ন একটি মাদকের আখড়ায় অভিযান চালানোর সময়। গতকাল শুক্রবার দিনগত রাত ১০ টার দিকে এই অভিযানে চার মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। হামলায় সাত পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানান চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল বাশার।
তিনি জানান, নগরীর মোহরার জান আলী স্টেশন সংলগ্ন ৮নং পুলের বস্তিতে রাজনৈতিক দলের ছত্রছায়ায় থাকা কিছু মাদক ব্যবসায়ী মাদকের আখড়া বসিয়ে দিনরাত ইয়াবা-গাঁজা বিক্রি করে আসছিল। মাদকের এই আখড়া উচ্ছেদ করতে এলাকাবাসী দীর্ঘদিন ধরে সভা-সমাবেশ করে আসছে।
বিষয়টি নজরে আসায় চট্টগ্রাম মহানগর পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে গতকাল রাতে চান্দগাঁও থানা পুলিশের একটি দল অভিযান শুরু করে। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে মাদক বিক্রেতারা পুলিশের উপর পাথর ছুড়তে শুরু করে।
পরে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ফোর্স গিয়ে সেখানে সাঁড়াশি অভিযান শুরু করে। তবে হামলা প্রতিরোধ ও মোকাবেলার সুযোগে মাদক ব্যবসায়ীরা বিপুল পরিমান মাদকদ্রব্য নিয়ে আখড়া থেকে পালিয়ে যায়। ফলে মাদকদ্রব্য উদ্ধার করা সম্ভব হয়নি। তবে পুলিশের উপর হামলার সময় চার জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
আজ শনিবার সকালে আটক মাদক বিক্রেতাদের বিরুদ্ধে পুলিশের উপর হামলা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি মো. আবুল বাশার।