আগুনে ২৫টি দোকানে পুড়ে গেছে। শনিবার দুপুরে চকবাজার বাঁশবাজারের দক্ষিণ পাশে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে নগদ টাকাসহ প্রায় কোটি টাকার ক্ষতিক্ষতি হয়েছে বলে দাবি করছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা কুমিল্লা নগরীর চকবাজার তেরিপট্টিতে।
স্থানীয়রা জানান, দুপুরে একটি দোকানে হঠাৎ আগুন লাগে। পরে তা দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট তিন ঘণ্টার মতো চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত মুদি দোকানি শংকর চন্দ্র সাহা জানান, অগ্নিকাণ্ডে আমার দোকানের সব মালামাল পুড়ে গেছে। এতে প্রায় চার লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
কুমিল্লা ফায়ার সার্ভিসের কর্মকর্তা আলমগীর হোসেন জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে সর্বমোট ২৩টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরুপন করা যায়নি।