যাত্রীবাহী বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে ৬ নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকাল সোয়া তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট-ময়মনসিংহ সড়কে তারাকান্দা উপজেলার কাকনী নামক স্থানে ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হালুয়াঘাট থেকে ঢাকাগামী ইমাম পরিবহণ নামের একটি যাত্রীবাহী বাস ও ময়মনসিংহ থেকে ফুলপুরগামী একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সিএনজি চালকসহ ৫ জন নিহত হন। গুরুতর আহত একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যান। নিহত সিএনজি চালক সোনা মিয়া (৪৫) হালুয়াঘাট উপজেলার বাহির শিমুল গ্রামের জালাল উদ্দিনের পুত্র। বাকী নিহত ৫জনের নাম পরিচয় জানা যায়নি।
নিহতরা সবাই পুরুষ এবং সিএনজির যাত্রী ছিল। পুলিশ বাসটি আটক করেছেন।