বাংলাদেশ ছাত্রলীগের ২৯তম সম্মেলন কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন । প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অপেক্ষায় সবাই।
কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানের এই সম্মেলনে উপস্থিত হবেন বলে আশা করা হচ্ছে। তিনি এই সম্মেলন উদ্বোধন করবেন এবং প্রধান অতিথির বক্তব্য দেবেন।
দুই দিনের এই সম্মেলনে দেশের বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নিয়েছেন। এই সম্মেলনে ছাত্রলীগের নতুন নেতৃত্ব বাছাই করা হবে।
সম্মেলন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিভিন্ন বর্ণের ব্যানার-ফেস্টুন ও আলোকসজ্জ্বা করা হয়েছে।
প্রথমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, এরপর শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করবেন শেখ হাসিনা। এরপর শোক প্রস্তাব, সাংগঠনিক প্রতিবেদন, শেখ হাসিনার বক্তৃতার পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সংগঠনের অবিভাবক আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে দ্বিতীয় অধিবেশনের প্রস্তুতি গ্রহণ করা হবে। রেওয়াজ অনুযায়ী এই অধিবেশনে ভোটপর্ব থাকে। দেশের বিভিন্ন ইউনিটের নির্দিষ্ট ভোটাররা কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনে ভোট দেন।
এ বছর কেন্দ্রীয় শীর্ষ নেতা নির্বাচনে ভোট পর্ব না থাকলে প্রথম অধিবেশন শেষে সম্মেলনে দ্বিতীয় দিন কেবল আনুষ্ঠানিকতা থাকবে। তবে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ছাত্রলীগের নেতৃত্ব নির্বাচন নিয়ে স্পষ্ট কোনো ঘোষণা না আসায় প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের অপেক্ষায় সংগঠনটির নেতাকর্মীরা।