কাউন্সিলর জাহাঙ্গীর আলম চৌধুরীর শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৬নং ওয়ার্ডের উপ-নির্বাচনে জয়ী । বৃহস্পতিবার দুপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন সচিবালয়ে তার কক্ষে নবনির্বাচিত ওই কাউন্সিলরকে শপথ বাক্য পাঠ করান।
এ সময় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত বছরের ৩১ ডিসেম্বর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৬নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ হাবিবুল হকের মৃত্যুতে পদটি শূন্য হয়ে যায়। পরে উপ-নির্বাচনে জাহাঙ্গীর আলম চৌধুরী নির্বাচিত হন।