বজ্রপাতে দুই যুবক নিহত হয়েছেন সাতক্ষীরার শ্যামনগরে । এসময় আরো পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার বিকাল ৪টায় উপজেরার কাশিমাড়ী ইউনিয়নে কাশিমাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- কাশিমাড়ী ইউনিয়নের ঘোলা গ্রামের মৃত মাজেদ সরদারের ছেলে আশরাফ সরদার (৩৩) ও পার্শ্ববর্তী গাংআটি গ্রামের আব্দুস সাত্তার গাজীর ছেলে আমিনুর রহমান (৩০)।
হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানাযায়- দুপুরের দিকে তারা সবাই মাছের ঘেরে কাজ করছিল। আকস্মিক বজ্রপাতে ওই দুই ব্যক্তি ঘটনাস্থলে নিহত হয়।
আহতদের দ্রত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে ডাক্তার জানান। আহতরা হলেন- কাশিমাড়ী গ্রামে রহিম গাজীর ছেলে মিজানুর রহমান (২৮) ও গোলাম বারী শেখের ছেলে আক্তারুল (২৬), আশকোড়া গ্রামের শাহাদাৎ গাজীর ছেলে শাহিনুর রহমান (২৪), মহিষকুড় গ্রামের মোস্তাফিজুর রহমান (২৯) এবং উচ্ছেপাড়া গ্রামের আমির হোসেনের ছেলে আঃ রহিম (২৫)।