জেলা প্রশাসন পবিত্র রমজানকে সামনে রেখে গতকাল সকালে নগরীর রেয়াজুদ্দিন বাজার, ২নং গেট কর্ণফুলী কমপ্লেক্স, চকবাজার, চৌমুহনী কর্ণফুলী কাঁচা বাজার ও স্টিলমিল বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। এসময় জরিমানার পাশাপাশি কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করে দিয়েছেন অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।

এদিকে সারা বছর মূল্য তালিকা না টাঙানো, ওজনে কারচুপি, নানা অজুহাতে পণ্যের দাম বৃদ্ধি এবং ভেজাল ও নিম্নমানের পণ্য বিক্রিসহ ব্যবসায়ীদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ থাকলেও গতকাল ম্যাজিস্ট্রেট আসার খবর পেয়ে অনেক ব্যবসায়ীকে তড়িঘড়ি করে দোকানে মূল্য তালিকা টাঙানোসহ সবকিছু ঠিকঠাক করে ‘ভালোমানুষ’ সাজতে দেখা গেছে। তবে স্থানীয় কয়েকজন ক্রেতা অভিযোগ করে বলেন, ম্যাজিস্ট্রেট আসলে দোকানে মূল্য তালিকা টাঙানো হয়; কিন্তু চলে যাওয়ার পরে সবকিছু আগের অবস্থায় ফিরে যায়। তারা প্রশাসনের কাছে বাজারে মনিটরিং আরো জোরদার করার আহ্বান জানান। এ ব্যাপারে কয়েকজন ব্যবসায়ী বলেন, আমরা ক্ষুদ্র ব্যবসায়ী, লাভও করি সীমিত। এ ধরনের অভিযান পাইকারি বাজারে চালানো উচিত। কারণ সিন্ডকেট ও নানা ধরনের কারসাজি করে পাইকারি ব্যবসায়ীরা।

গতকাল সকাল ১১টায় নগরীর রেয়াজুদ্দিন বাজার ও কাজীর দেউরি বাজারে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মোরাদ আলী। তিনি দৈনিক আজাদীকে বলেন, বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া এবং মেয়াদোত্তীর্ণ ঘি বিক্রির দায়ে রেয়াজুদ্দিন বাজার মেসার্স কামাল স্টোর নামে একটি মুদির দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে ঘোষ সুইটস মিষ্টির দোকানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে কাজীর দেউরী বাজারের কাঁচা বাজারে অভিযান পরিচালনা করি। মূলত আমরা প্রথমদিন সব ব্যবসায়ীকে সতর্ক করতে অভিযান চালিয়েছি। তাদের বলেছি, কোনোভাবেই ভোক্তাদের কাছ থেকে বেশি দাম রাখা যাবে না, দোকানে ক্রয়–বিক্রয় মূল্য টাঙাতে হবে। তবে আমাদের অভিযান যেহেতু চলমান থাকবে, সামনে এই নির্দেশনা কেউ না মানলে আমরা তখন জরিমানা করবো।

এদিকে চকবাজারে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রঞ্জন চন্দ্র দে। তিনি গতকাল সকালে চকবাজার কাঁচা বাজারের আলী মাংস স্টোরকে ৫০০ টাকা জরিমানা করেন। অভিযান প্রসঙ্গে রঞ্জন চন্দ্র দে দৈনিক আজাদীকে বলেন, আসলে আজকে (গতকাল) মূলত ব্যবসায়ীদের সতর্ক করতে এসেছি। কোনো ধরনের জরিমানা করার ইচ্ছা আমাদের ছিল না। কিন্তু তারপরও ভোক্তা অধিকার হরণ করার দায়ে চকবাজারের আলী মাংস স্টোরকে ৫০০ টাকা জরিমানা করেছি। এছাড়া সকল ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। একই সাথে পণ্যের ক্রয় ও বিক্রয় মূল্য টাঙানোর নির্দেশ দেওয়া হয়েছে।

নগরীর ২নং গেট কর্ণফুলী কমপ্লেক্সে গতকাল সকালে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশের ইবনে হালিম। তিনি বলেন, সাধারণত রমজান মাস এলেই ব্যবসায়ীদের মধ্যে অধিক মুনাফা করার একট প্রবণতা লক্ষ্য করা যায়। সব দোকানে যাতে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য টাঙানো হয় সে ব্যাপারে বাজার কমিটির সভাপতি এবং দোকানদারদের নির্দেশনা দিয়েছি। আজকে প্রথমদিন হওয়ায় কোনো ব্যবসায়ীকে জরিমানা করা হয়নি। সবাইকে আপাতত সর্তক করা হয়েছে।

অপরদিকে চৌমুহনী কর্ণফুলী কাঁচা বাজার ও স্টিলমিল বাজারে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন খোশনূর রশুবাইয়াৎ। তিনি দৈনিক আজাদীকে বলেন, রমজানকে সামনে রেখে আমরা আজ ব্যবসায়ীদের সতর্ক করতেই মূলত এই অভিযান পরিচালনা করেছি। তবে কিছু কিছু দোকানে অবশ্যই মূল্য তালিকা টাঙানো দেখেছি। হয়তো আমরা আশার খবর পেয়ে তারা এটি করেছে। ব্যবসায়ীদের বলেছি, কোনোভাবেই অতিরিক্ত লাভ করা যাবে না। পরবর্তী অভিযানে আমরা কোনো অনিয়ম পেলে জরিমানা করবো।

অভিযানে পুলিশ, র‌্যাব, জাতীয় ভোক্তা অধিকার সংর ণ অধিদপ্তরের কর্মকর্তা ও কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031