চট্টগ্রাম -ঢাকা মহাসড়কের জোরারগঞ্জ হাইওয়ে থানার উত্তর সোনা পাহাড় এলাকায় গাড়ীর গতিরোধন করতে গিয়ে আইল্যান্ডের সাথে সংঘর্ষে ঘটনাস্থলে একই কারের দুই চালক নিহত হয়েছে।
শুক্রবার(২২ এপ্রিল) রাত সোয়া ১টার দিকে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন ভুজপুর উপজেলার নয়া টিলা এলাকার ছৈয়দ আহমদের ছেলে আজিজুল হক(৪০) ও ফেনী নেয়ামতপুর এলাকার হানিফ মিয়ার ছেলে জহির উদ্দিন(২৫)। তারা দুই জনের প্রাইভেট কার চালক।
জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক(এসআই) ফরিদ উদ্দিন সিটিজি নিউজকে জানান,চট্টগ্রাম থেকে প্রাইভেট কার (চট্টমেট্রো ঘ-১১-০৪৮৩) নিয়ে ফেনী যাওয়ার পথে দ্রুতগতিতে গাড়ি চালানোর সময় গাড়ির গতিরোধন করতে গিয়ে রাস্তার আইল্যান্ডের উপর উঠে যায়। আইল্যান্ডের সাথে ধাক্কা খাওয়ার পরে জহির এবং আজিজ ঘটনাস্থলে নিহত হয়।
তিনি আরো বলেন, নিহতের লাশগুলি পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে । প্রাইভেট কারটি উদ্ধার করে হাইওয়ে হেফাজতে রাখা হয়েছে।
এই ঘটনায় মামলা প্রক্রিয়াাধীন বলে জানান এসআই ফরিদ উদ্দিন।