পঞ্চায়েত নির্বাচনের চূড়ান্ত দিন ঘোষনা করা হবে আদালতের রায় পাওয়ার পরই পশ্চিমবঙ্গে । গত ২৬ এপ্রিল এক দফায় আগামী ১৪ মে যে নির্বাচনের দিন ঘোষনা করা হয়েছে তা প্রস্তাব মাত্র। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে নির্বাচনের নিরাপত্তা সংক্রান্ত মামলায় এ কথা জানিয়েছেন নির্বাচন কমিশনের আইনজীবী। তবে বৃহষ্পতিবার প্রধান বিচারপতির রায়েই জানা যাবে আগামী সোমবারই নির্বাচন হচ্ছে কি হচ্ছে না।  এদিন কমিশনের পক্ষ থেকে নির্বাচনের জন্য পুলিশি নিরাপত্তা ব্যবস্থার রিপোর্টও জমা দেওয়া হযেছে। আদালত সুত্রের খবর, ৭১ হাজার সশ¯্র পুলিশ দিয়েই কমিশন নির্বাচন করতে চায়। তবে এই নিরাপত্তা ব্যবস্থায় মোটেই খুশি নয় আদালত।

ইতিপূর্বে কলকাতা হাইকোর্টের বিচার পতি সুব্রত তালুকদার তাঁর পর্যবেক্ষনে ১৪ মে দারিখটিকে প্রস্তাবিত তারিখ বলে মন্তব্য করেছিলেন। এদিকে পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে নতুন জটিলতা তৈরি হযেছে একটি ডিভিশন বেঞ্চের রায়ে। বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার ও অরিন্দম মুখোপাধ্যায়ের দেওয়া সেই রায়ে সিপিআইএম-র দাখিল করা ই মনোনয়নগুলিতে স্ক্রুটিনির পর মান্যতা দিতে হবে। কিছুদিন আগেই একটি সিঙ্গল বেঞ্চ হোয়াটস অ্যাপে পাঠানো ৯ জন প্রার্থীর মনোনয়নকে বৈধতা দিতে নির্দেশ দিযেছিল। ফলে এদিনের রায়ে প্রকৃতপক্ষে ই মনোনয়ন বৈধতা পেয়েছে। যদিও কমিশন পঞ্চায়েত আইনে ইমনোয়নের কোনও সংস্থান নেই বলে ব্যাখ্যা দিলেও বিচারপতিদ্বয় তথ্য প্রযুক্তি আইনের উল্লেখ করে এই ই-মনোনয়নকে বৈধতা দেবার নির্দেশ দিযেছে। তাদের তালিকও প্রকাশ করার নির্দেশ দিয়েছেণ। তবে অন্য রাজনৈতিক দলগুলির দাখিল করা ই মনোনয়নের ক্ষেত্রে কি হবে তা জানতে চেয়ে ভারতীয জনতা পার্টি ফের আদালতের কাছে যাচ্ছে বলে জানিযেছেন দলের নেতা প্রতাপ মুখোপাধ্যায়। সিপিআইএমের কেন্দ্রীয কমিটির সদস্য রবীন দেব এই রায়কে ঐতিহাসিক বলে আখ্যায়িত করেছেন।এদিনও কমিশনকে ভর্ৎসনা করে আদালত বলেছে,  ই-মেলে পাঠানো সিপিআইএমের মনোনয়ন পত্র দেখায় অনীহা দেখিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। ই-পদ্ধতিতে কী মনোনয়নপত্র দাখিল হয়েছে, তা খতিয়েও দেখেনি কমিশন। ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষন, ই-মনোনয়ন করলে জীবনহানি অনেক কম হয়। মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে অভিযোগও কম ওঠে। ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, গত ২৩ এপ্রিল বিকাল ৩টে পর্যন্ত যাঁরা ই-মেলে কমিশনের কাছে মনোনয়নপত্র পাঠিয়েছে তাঁদের সকলের নাম বৈধ হিসাবে প্রার্থী তালিকায় রাখতে হবে। যে হেতু এই মামলার আবেদনকারী সিপিআইএম, তাই এই নির্দেশ শুধুমাত্র তাদের প্রার্থীদের ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে নাকি অন্য বিরোধী দলের ক্ষেত্রেও প্রযোজ্য হবে তা জানতে বিরোধীরা ফের বিচারপতিদের শরণাপন্ন হচ্ছেন বলে জানা গেছে। সিপিআইএম যেখানে ৮০০ ই-মনোনয়ন দাখিল করেছে দাবি করেছে, সেখানে বিজেপি দাবি করেছে তারা দুই হাজারের বেশি ই মনোনয়ন দাখিল করেছেন। অবশ্য জানা গেছে, রাজ্য সরকার এবং নির্বাচন কমিশন বিচাপতি বিশ্বনাথ সমাদ্দারের ডিভিশন বেঞ্চের  রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে লিভ পিটিশন দাখিল করতে চলেছে।
Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031