ভারত এ বছর সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ। এ বছর সেখানে শতকরা ৭.৪ ভাগ অর্থনৈতিক প্রবৃদ্ধি অজর্ন হবে। এর ফলে দক্ষিণ এশিয়ায় দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশের মধ্যে ভারত থাকবে শীর্ষে অর্থাৎ এক নম্বরে। আর বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে। এ খবর দিয়েছে ভারতের অনলাইন ডিএনএ। এতে বলা হয়েছে আন্তর্জাতিক অর্থ সংস্থা ইন্টারন্যাশনাল মনিটারি বা আইএমএফ আজ বুধবার প্রকাশ করেছে এশিয়া অ্যান্ড প্যাসিফিক রিজিওনাল ইকোনমিক আউটলুক নামের রিপোর্ট।
এতে এসব কথা বলা হয়েছে। তবে বাংলাদেশে কত ভাগ অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা বলা হয়েছে তা ডিএনএর ওই রিপোর্টে প্রকাশ করা হয় নি। এতে আরো বলা হয়েছে, ভারতে এ বছর দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে প্রবৃদ্ধি আসবে ৭.৪ ভাগ। তা ২০১৯ সালে বেড়ে দাঁড়াবে শতকরা ৭.৮ ভাগ। এতে বলা হয়, তাই ভারতের অর্থনৈতিক ভবিষ্যত উজ্বল।