৭০ কোটি টাকা মূল্যের ১৪ লাখ পিস ইয়াবা আটক করেছে কোস্টগার্ড। সোমবার দিবাগত রাতে ১০টার দিকে সেন্টমার্টিনের পশ্চিম পাড়া উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ইয়াবার এই বড় চালানটি উদ্ধার করা হয় টেকনাফ সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগর থেকে। এ সময় পাচারকারীরা কোস্টগার্ড টহলদলের উপস্থিতি টের পেয়ে মিয়ানমারের সীমান্তের দিকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি।
কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট সুভাশীষ বলেন, সোমবার রাতে মিয়ানমার থেকে একটি ইয়াবার বড় চালান বাংলাদেশে ঢুকতে পারে- এমন সংবাদের ভিত্তিতে টেকনাফ স্টেশনের কোস্টগার্ডের সদস্যরা সেন্টমার্টিন উত্তর- পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান নেন। সেন্টমার্টিনের পশ্চিম সাগরে সন্দেহজনক একটি কাঠের বোটকে কোস্টগার্ড টহল দল থামার সংকেত দিলে বোটটি না থামিয়ে দশটি প্লাস্টিকের প্যাকেটে মোড়ানো বস্তা পানিতে ফেলে দিয়ে দ্রুত গতিতে মিয়ানমার সীমান্তের দিকে পালিয়ে যায়। পরে পানিতে ভাসমান কিছু বস্তা উদ্ধার করা হয়।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |