র্যাবের ভ্রাম্যমাণ আদালত ওয়াসার পানি পরিশোধন না করে সরাসরি জারে ঢুকিয়ে পরিশোধিত পানি হিসেবে বাজারজাত করার দায়ে ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদ- দিয়েছে । এতে জড়িত প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে সাড়ে ৩ লাখ টাকার জরিমানাও আদায় করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর তেজগাঁও এলাকার ৭টি প্রতিষ্ঠানে র্যাব-২ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ওই বিশেষ বাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।
তিনি সাংবাদিকদের বলেন, প্রতিষ্ঠানগুলো ওয়াসার লাইন থেকে পানি সরাসরি বোতলজাত করে বাজারজাত করে আসছিল। ফিল্টারিংয়ের মেশিন থাকলেও বেশিরভাগই অকেজো। এসব অপরাধে ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদ- প্রদান ও জরিমানা আদায় করা হয়। এ সময় ২ হাজার ২শ’ পানির জার ধ্বংস এবং ৬টি প্রতিষ্ঠান সিলগালা করা হয় বলেও জানান তিনি।।