বজ্রপাতে ৩জন নিহত ও ৫জন আহত হয়েছেন সুনামগঞ্জে। আজ মঙ্গলবার তাহিরপুর, বিশ্বম্ভরপুর ও দোয়ারাবাজার উপজেলায় এ হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তাহিরপুর উপজেলার উজান তাহিরপুর গ্রামের মকতুল হোসেনের ছেলে নুরুল হক শনির হাওরে নিজ জমির ধান দেখতে যান। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলে মারা যান তিনি। একই সময় দোয়ারাবাজার উপজেলার মানারগাঁও গ্রামের ডুমবুন গ্রামের আসাদ আলীর ছেলে ফেরদৌস বাড়ির পাশে খেলা করছিলেন। খেলার এক পর্যায়ে বজ্রপাতে তিনি মারা যান।
এ সময় ৫জন আহত হয়।
এদিকে, বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের পুরানগাঁও গ্রামের হযরত আলীর স্ত্রী সাহা বেগম গৃহস্থালী কাজের জন্য বাড়ির বাহিরে যান। কাজ করার সময় সাহা বেগম বজ্রপাতে মারা যান।