দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে যাত্রী ও চালকসহ ২৫ জন আহত হয়েছেন কক্সবাজারের রামুতে । আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। আজ মঙ্গলবার বেলা ২টায় রামু কলেজের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর দেড় ঘন্টা ঐ সড়কে যান চলাচল বন্ধ ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামগামী যাত্রীবাহী বাস সোহাগ পরিবহনের সাথে বিপরীতমুখী হানিফ পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সংঘর্ষের ঘটনায় বাসের চালকসহ দুই বাসের ২৫ জন যাত্রী আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার তৎপরতা শুরু করে।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহত যাত্রীদের উদ্ধার কাজ তদারক এবং দূর্ঘটনা কবলিত বাস দুটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।
রামু থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান জানান, বৃষ্টি কারণে সড়ক পিচ্ছিল হওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ দুর্ঘটনায় উভয় গাড়ির চালকসহ ২৫ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে প্রেরণ করা হয়েছে।