দিনাজপুর প্রতিনিধি
এসএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ পেয়েছে ৩৭জন পরীক্ষার্থী। এরমধ্যে ২৫জন জিপিএ-৫ পেয়ে প্রতিষ্ঠান হিসেবে এবারও শীর্ষে রয়েছে স্থানীয় সুজাপুর মডেল উচ্চ বিদ্যালয় দিনাজপুরের ফুলবাড়ীতে। তবে উপজেলার ৩৮টি উচ্চ বিদ্যালয়ের মধ্যে ৩১টিতেই কোন শিক্ষার্থীই জিপিএ-৫ পায়নি।
উপজেলায় ৩৭জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে রয়েছে সুজাপুর মডেল উচ্চ বিদ্যালয়ে ২৫জন, জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ে সাধারণ শাখা থেকে ৩জন এবং ভোকেশনাল (কারিগরি) শাখা থেকে ২জন, ফুলবাড়ী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ২জন, খয়েরবাড়ি উচ্চ বিদ্যালয় থেকে ২জন, চৌরাইট মহেশপুর উচ্চ বিদ্যালয় থেকে ২জন, রুদ্রানী উচ্চ বিদ্যালয় থেকে ২জন এবং সিদ্দিসী উচ্চ বিদ্যালয় থেকে ১জন রয়েছে।
এদিকে উপজেলার ১৪টি মাদ্রাসার মাধ্যমে ৪১৭জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও একজনও জিপিএ-৫ অর্জন করেনি। তবে পাস করেছে ২৯৭জন।