দেশের তৃতীয় দফা নির্বাচনে ফটিকছড়ির ১০ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আ‘লীগের ৭, স্বতন্ত্র ৩ প্রার্থী বিজয়ী হয়েছেন।

শনিবার ভোটে আ.লীগের নৌকার ৭ প্রার্থী বিজয়ী হয়েছেন, তাঁরা হলেন-দাঁতমারায় জানে আলম, নারায়নহাটে  হারুনুর রশিদ, সুন্দরপুরে শাহনেওয়াজ, রোসাংগিরীতে সোয়েব আল ছালেহীন, বখতপুরে এস.এম সোলাইমান, জাফতনগরে আব্দুল হালিম, আব্দুল­াহপুরে হোসেন আলী ।

হারুয়ালছড়ি ও কাঞ্চনগর পাইন্দং এ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন । তাঁরা হলেন-হারুয়ালছড়িতে ইকবাল হোসেন চৌধুরী, কাঞ্চনগরে রশিদ উদ্দিন চৌধুরী কাতেব,  পাইন্দং এর সরোয়ার হোসেন স্বপন বিএনপি সমর্থিত প্রার্থী।

উলে­খ্য, ১৫ টি ইউনিয়নে নির্বাচন হওয়ার সকল প্রস্তুতি গ্রহন করলেও নির্বাচনের দু‘দিন পূর্বে আদালতের স্থগিতাদেশ প্রদান করায় ভূজপুর ইউনিয়নে নির্বাচন স্থগিত করা হয়েছে । ইতিপূর্বে চার ইউনিয়নে বিনা প্রতিদ্বন্ধিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়ে যাওয়ায় বর্তমানে ১০ ইউনিয়নে চেয়াম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তবে, ১৪ ইউনিয়নে সাধারণ ওয়ার্ড সদস্য (মেম্বার প্রার্থী) ও সংরক্ষিত সদস্য (মহিলা মেম্বার প্রার্থীর) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031