দিনাজপুর প্রতিনিধি:
ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের সদস্যরা গত শুক্রবার রাতে পৃথক দু’টি মাদক বিরোধী অভিযান চালিয়ে ৭০০ বোতল ফেন্সিডিল জব্দসহ তিনজনকে আটক করেছেবর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি দিনাজপরের ।
আটককৃত তিনজন হচ্ছে, দিনাজপুর শহরের কালীতলা মহল্লার আবুল কালামের ছেলে আমজাদ হোসেন (৩১), বালুয়াডাঙ্গা মহল্লার শফিউল আলমের ছেলে বাপ্পী (২১) ও আব্দুল জব্বারের ছেলে রইজুল ইসলাম (৩০)।
বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রেজাউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৪মে) রাত সাড়ে ১১টায় ব্যাটালিয়নের অধিন দাইনুর বিওপি’র নায়েক মিজানুর রহমানের নেতৃত্বে বিজিবি সদস্যরা সীমান্তের মুচড়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি ইজিবাইকসহ ১০০ বোতল ফেন্সিডিল জব্দসহ উল্লেখিত তিনজনকে আটক করেছে। একইভাবে ভোর ৩টায় ব্যাটালিয়নের নায়েক রেজাউল ইসলামের নেতৃত্বে বিজিবি’র একটি টহলদল চড়ারহাট এলাকায় অভিযান চালিয়ে ৬০০ বোতল ফেন্সিডিল জব্দ করেছে। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। আটককৃত ফেন্সিডিলের আনুমানিক মূল্য সাড়ে চার লাখ টাকা

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031