বিজিবি-বিএসএফের ব্যাটেলিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে কুড়িগ্রামের ফুলাবাড়ী উপজেলার কৃষ্ণানন্দবকসি সীমান্তে বিএসএফের রাবার বুলটে স্কুল ছাত্র রাসেল (১৬) আহত হওয়ার ঘটনায় । গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টা ৪০ মিনিটে উপজেলার গোড়ক মন্ডপ সীমান্তের আর্ন্তজাতিক সীমানা পিলার ৯২৯ এর ৫ নং সাব পিলারের কাছে এই বৈঠক হয়। ঘন্টাব্যাপী বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়ন কমান্ডার লে. কর্নেল গোলাম মোর্শেদ ও ভারতীয় বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ৩৮ বিএসএফ ব্যাটলিয়নের উপধিনায়ক রাজীব কোকশাল।
আহতের পারিবারিক সূত্র জানায়, গত ৩০শে এপ্রিল উপজেলার কৃষ্ণানন্দবকসি সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ৯৩০ এর ৮নং সাব পিলারের পাশে বাংলাদেশী নো-ম্যান্সল্যান্ডে রাসেল ঘাস তুলতে গেলে বিএসএফ রাবার বুলেট নিক্ষেপ করে। এতে রাসেলের মুখমন্ডল ক্ষত বিক্ষত হয়। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে গতকাল রাসেলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসা হয়।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়ন কমান্ডার লে.কর্নেল গোলাম মোর্শেদ জানান, রাসেলের ঘটনার মত ঘটনা না ঘটানোর জন্য বিএসএফ সম্মত হয়েছে। এছাড়া বৈঠকে দু’দেশের সীমান্তবাসীদের জনসচেতনা বাড়ানো, সীমান্তে না আসতে দেয়া এবং সীমান্তে পাকা ঘর ও মসজিদ নির্মাণ বিষয়ে আলোচনা হয়েছে।