একটি বাসা থেকে ১৩ লাখ ইয়াবাসহ দুই ভাইকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানার শ্যামলী হাউজিং সোসাইটির। এ সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়।
আজ শুক্রবার ভোরের দিকে অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করা হয় বলে জানান নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মো. কামরুজ্জামান। তিনি বলেন, এটি চট্টগ্রামে এ যাবতকালে আটক ইয়াবার সবচেয়ে বড় চালান।
এ কর্মকর্তা আরো জানান, আটক দুই ভাই হচ্ছেন মো. আশরাফ (৩৪) এবং মো. হাসান (২৪)। তাদের বাড়ি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায়।
জিজ্ঞাসাবাদে আশরাফ ও হাসানের উদ্বৃতি দিয়ে তিনি বলেন, মিয়ানমার থেকে নৌকায় করে এনে নগরের হালিশহর হাউজিং সোসাইটির মসজিদ সংলগ্ন ওই বাসার শোবার ঘর ও প্রাইভেট কারে ইয়াবাগুলো লুকিয়ে রাখা হয়। এয়ারটাইট বাক্সে পলিথিন মুড়িয়ে রশি বেঁধে ইয়াবার বাক্সগুলো সাগরে ফেলে দেওয়া হতো। এরপর ওই রশি বোটে বেঁধে টেনে আনা হতো। এ অভিনব কৌশলে চক্রটি আগেও ইয়াবা চোরাচালান করেছে।
এ ঘটনায় আটক দুই ভাইয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হালিশহর থানায় মামলা দায়ের করা হবে বলে জানান হালিশহর পুলিশের এসি মইনুল ইসলাম।