৪৯ হাজার ৯০০ ইয়াবাসহ এক চালককে আটক করেছেন র্যাব সদস্যরা। আটক ব্যক্তি হলেন- বাস চালক নুরুল আবছার কক্সবাজার-টেকনাফ সড়কে অভিযান চালিয়ে ।
বৃহস্পতিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন। তিনি বলেন, সকালে কক্সবাজার-টেকনাফ সড়ক দিয়ে একটি বাসে করে ইয়াবা পাচার করছে, এমন খবর পেয়ে র্যাবের একটি দল উপজেলায় বরইতলি নামক এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় একটি বাস জব্দ করে। পরে বাসে তল্লাশি চালিয়ে ৪৯ হাজার ৯০০ ইয়াবা বড়িসহ ওই বাস চালককে আটক করা হয়। ইয়াবাসহ আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি প্রস্তুতি চলছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।