পুলিশ নাটোরের ভাতুরিয়া এমদাদুল উলুম কওমী মাদরাসার ৭ শিক্ষার্থীকে উদ্ধার করেছে । কিন্তু তাদের নিয়ে পালিয়ে যাওয়া শিক্ষক আব্দুস সাত্তারকে পাওয়া যায়নি। বুধবার রাতের কোন এক সময় আবদুস সাত্তার সাত ছাত্রকে নিয়ে পালিয়ে যান। শিক্ষক সাত্তারের দুলাভাইয়ের বাড়ি থেকে শিক্ষার্থীদের উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিংড়া উপজেলার তিরোইল গ্রাম থেকে তাদের উদ্ধার করে সিংড়া থানা পুলিশ। বর্তমানে তারা নাটোর সদর থানা হেফাজতে রাখা রয়েছে।
পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সাত্তারের দুলাভাই আবু হানিফকেও থানা হেফাজতে নেয়া হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার রাত একটার দিকে মাদরাসার ছাত্ররা শিক্ষক সাত্তার ও ওই ছাত্রদের খুঁজে না পেয়ে দায়িত্বরত হুজুরকে জানায়। পরে সকালে বিষয়টি জানাজানি হলে অন্যান্য অভিভাবকরা মাদরাসায় জড়ো হতে থাকে। এরপর এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশ সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে যায়। এখনো ওই শিক্ষক আব্দুস সাত্তার নিখোজ রয়েছে। আব্দুস সাত্তার সিংড়া উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের বাসিন্দা।
এদিকে উদ্ধারকৃত শিক্ষার্থী ও আটক আবু হানিফকে নাটোর সদর থানায় জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। উদ্ধারকৃত ছাত্ররা জানায়, তাদেরকে দ্রুত হাফেজ বানানোর প্রলোভন দেখিয়ে অন্য মাদরাসায় ভর্তি করাতে নিয়ে যায় শিক্ষক আবদুস সাত্তার।