সপ্তম শ্রেণী পড়ুয়া মেয়ের ধর্ষণকারীদের বিরুদ্ধে মামলা করে বিপাকে পড়েছেন পিতা জয়নাল আবেদীন ও তার পরিবার নীলফামারীর জলঢাকায় । আজ বুধবার দুপুরে গোলনা ইউনিয়নের খারিজা গোলনা কাজিপাড়াস্থ তার নিজ বাড়ীতে জীবনের নিরাপত্তা চেয়ে ও মামলার অন্যান্য আসামীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করে পরিবারটি। সংবাদ সম্মেলনে বাদীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করে ধর্ষণের স্বীকার শিউলী আক্তার (১৪) (ছদ্মনাম) বলেন, মামলা হওয়ার পর থেকে আসামী পরিবারের লোকজন আমার বাবাকে মামলা তুলে নেয়ার হুমকি প্রদান করে আসছে। মামলা তুলে না নিলে তারা আমার বাবাকে হত্যাসহ গুম করবে বলে বাড়িতে এসে হুমকি দিয়ে যায়। সংবাদ সম্মেলনে উপস্থিত বাদী জয়নাল আবেদিন বলেন, আমি দিনমজুর মানুষ। প্রায়দিন কাজের খোঁজে আমাকে বাড়ির বাইরে থাকতে হয়।
উল্লেখ্য, ২৪শে এপ্রিল ভূট্টাক্ষেতে নিয়ে ধর্ষণ করার অপরাধে ৬ জনের নাম উল্লেখ করে জলঢাকা থানায় শিশু ও নারী নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন পিতা জয়নাল আবেদীন। মামলা নং ১৯/৭২। আসামীরা হলেন, রুবেল হোসেন (২৫), জাহাঙ্গীর আলম (২৬), তরিকুল ইসলাম (৩০), খায়রুল ইসলাম (৩২), আজহারুল ইসলাম (২০) ও মোঃ রতন (২৯)। অভিযান চালিয়ে তাৎক্ষনিক দুই জন আসামীকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করে থানা পুলিশ। বর্তমানে পলাতক রয়েছেন অপর আসামীরা। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান বলেন, বাদীপক্ষের লোকজন আমাকে কিছু জানায়নি, জানালে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।