কোস্ট গার্ড বাহিনী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় এ নীতি গ্রহণ করেছে তারা ইয়াবাসহ সব মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। গতকাল আগারগাওয়ের বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরে আয়োজিত এক প্রেস কনফারেন্সে এসব কথা বলেন বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনীর মহাপরিচালক রিয়ার এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী। তিনি বলেন, মাদকের ভয়ানক গ্রাস থেকে দেশের যুব সমাজকে রক্ষা করতে কোস্ট গার্ড বাহিনীর সব বেইস, স্টেশন ও আউটপোস্ট থেকে সর্বাতœক অভিযান চলমান রয়েছে। পাশাপাশি স্থানীয় জনসাধারণকে সম্পৃক্ত করে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম চলমান রয়েছে। দেশের যুব সমাজের মধ্যে বর্তমানে ইয়াবার ব্যাপক চাহিদাকে কাজে লাগিয়ে এক শ্রেণীর মাদক ব্যবসায়ি বিভিন্ন ধরনের অপকৌশল নেয়ায় ইয়াবার বিস্তার ঘটছে।
ইয়াবার এ বিস্তার রোধ করে কোস্ট গার্ড বাহিনী নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে। এর ফলে ২০১৬ সালে ২৯৩ কোটি ৩৪ লাখ টাকা, ২০১৭ সালে ১৫২ কোটি ৬৭ লাখ টাকা মূল্যের ইয়াবা জব্দ করে ধব্বংস করা হয়েছে। ২০১৮ সালে এ পর্যন্ত ৬২ লাখ ৩৮ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব ইয়াবার বাজার মূল্য ৩১২ কোটি টাকা।