৩ লাখ ৬০ হাজার পিচ ইয়াবাসহ ৪ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিন্স দ্বীপ থেকে । সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন্স কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে: ফয়সাল বিন রশিদের নেতৃত্বে জেটিঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বহনের দায়ে একটি বোটও জব্দ করা হয়। আটককৃতরা হলো নয়াপাড়া এলাকার লুৎফর রহমান (৩৪), একই এলাকার রফিক আহমেদ (৩২) ও কাশেম। পরে আটককৃতদের দেয়া তথ্যে অভিযানের সময় পালিয়ে যাওয়া নৌকার মাঝি একই এলাকার সুলতান মাঝিকে আটক করে কোস্টগার্ড।
সেন্টমার্টিনের কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. ফয়সাল বীন রশীদ জানান, জব্দ করা বোট ও ইয়াবাসহ আটককৃতদের কোস্টগার্ড স্টেশনে রাখা হয়েছে। আটককৃতদের টেকনাফ থানায় হস্তান্তর করা হবে।।