শাহজাদপুর ও কামারখন্দে বজ্রপাতে পিতা-পূত্রসহ পাঁচজন নিহত হয়েছেন সিরাজগঞ্জের কাজিপুর। নিহতরা হলেন কাজিপুরের ডিগ্রি তেকানী গ্রামের মৃত পরেশ মন্ডলের ছেলে শামছুল মন্ডল (৫৫) ও শামছুলের ছেলে আরমান (১৪), শাহজাদপুর উপজেলা ছয়আনি গ্রামের ফারুক খানের পুত্র নাবিল (১৭), একই গ্রামের রাশেদুল ইসলামের পুত্র পলিন (১৫) এবং কামারখন্দের পেস্তক কুড়া গ্রামের মৃত আহের মন্ডলের ছেলে কাদের হোসেন (৩৭)। রোববার বৃষ্টিপাতের সময় এ বজ্রপাতের ঘটনা ঘটে।
কাজিপুর ইউনিয়ন পরিষদেরর চেয়ারম্যান মো. হারুন অর রশিদ জানান, সকালে ডিগ্রি তেকানী চরে ছেলেকে সাথে নিয়ে বাদাম তুলছিলেন শামছুল ম-ল। বৃষ্টির সময় তাদের উপর বজ্রপাত হয়ে দুজনের শরীরই ঝলসে যায়। তাদের উদ্ধার করে কাজিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে দুজনই মারা যান।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |