নগরীর পৃথক স্থানের ডাস্টবিন ও ড্রেন থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ময়মনসিংহ।
আজ রোববার বেলা পৌনে ১২টার দিকে নগরীর বাঘমারা এলাকার ড্রেন এবং ভাটিকাশর ডাস্টিবন থেকে এ মরদেহ দুটি উদ্ধার করা হয়।
কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকা দুটির ক্লিনিকে অবৈধ গর্ভপাতের পর নবজাতক দুটি ড্রেনে ও ডাস্টবিনে ফেলে রেখে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্থানীয়রা মরদেহ দু’টি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় বলেও জানান তিনি।
অনৈতিক কাজের সাথে জড়িত এসব ক্লিনিকগুলোতে নজরদারি বাড়ানোর জোর দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |