ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে যাওয়া পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে সীতাকুণ্ডে । অতর্কিত হামলায় এসআইসহ ৩ পুলিশ কনস্টেবল আহত হয়েছে। এসময় পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়। গত শুক্রবার রাতে উপজেলার ফৌজদারহাট লিংক রোড এলাকায় এঘটনা ঘটে। এঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে ১১জনকে আটক করেছে পুলিশ। তারা হলো সুজন (২৩), মো. জাহেদ (২০), মো. আলী (২১), জাকির হোসেন (২৭), মোজম্মেল হক (২৩), তৈয়ব উদ্দিন সোহেল (২২), সুমন(২৫), ওয়াশিম শেখ (২৮), আশরাফুল শেখ, ইসমাইল (২৫), শরিফ (৩০)। আটককৃতদের বাড়ি মধ্যম সলিমপুর। পুুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার ফৌজদারহাট লিংক রোডের পূর্ব পার্শ্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে সবুজ নামে এক ওয়ারেন্টভুক্ত আসামিকে ধরতে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সবুজ পালিয়ে গেলেও জুয়া খেলা অবস্থায় ৩জনকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়। ওই স্থান থেকে পুলিশ আসার সময় ১০নং ছলিমপুর ইউপি চেয়ারম্যানের ভাই সাহাবউদ্দিনের নেতৃত্বে ১০/১৫ জনের একটি গ্রুপ মহাসড়কে ব্যারিকেট দিয়ে অতর্কিতভাবে হামলায় চালিয়ে পুলিশের গাড়ি ভাংচুর করে। এসময় তাদের হামলায় এসআই নাছির উদ্দিন, পুলিশ সদস্য হেদায়েত ও বাদন দে গুরুতর আহত হয়। পরে থানা থেকে পুলিশের কয়েকটি টিম ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে। এসময় হামলাকারী সন্দেহে ১১জনকে আটক করা হয়।

এদিকে সলিমপুর ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন আজিজ বলেন, অপরাধী যে হোক না কেন, তাকে অবশ্যই আইনের আওতায় আসতে হবে। পুলিশের ওপর হামলা করা তাদের উচিত হয়নি।

এবিষয়ে সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) মোজাম্মেল হককে জিজ্ঞাসা করলে উনি আটকের কথা স্বীকার করে বলেন, এ বিষয়ে পুলিশ বাদী হয়ে থানায় মামলা হয়েছে।

সীতাকুণ্ড মডেল থানার ওসি ইফতেখার হাসান জানান, শুক্রবার রাতে এস আই নাসির উদ্দিন ও পুলিশের সদস্যরা গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ধরতে কালু শাহা নগর যায়। এ সময় আসামি সুজনসহ তার অন্য সহযোগিরা মিলে রোড ব্যারিকেট দিয়ে পুলিশকে অবরুদ্ধ করে। এসময় হামলায় এসআই নাসির উদ্দিন আহত হয়। আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেহ্মক্সে নেয়া হয়। ওসি আরও জানান, এঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে সুজনসহ মোট ১১জনকে আটক করেছে। অভিযান অব্যাহত রয়েছে। পুলিশের কাজে বাধা, রাস্তা অবরোধ করে পুলিশের গাড়ি ভাংচুর, পুলিশকে আহত করার অপরাধে সীতাকুণ্ড মডেল থানায় এসআই নাসির বাদী হয়ে ১১জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা দ্রুত আইনে মামলা দায়ের করেছে। মামলা নম্বর : ৪৮ তারিখ ২৮/৪/২০১৮ইং। আসামিদের আদালতে প্রেরণ করা হবে।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031