রংপুর কারাগারে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ঠাকুরগাঁওয়ের কয়েদি ওসমান আলী । লাশ গ্রহণের জন্য বালিয়াডাঙ্গী থানায় তারবার্তা পাঠিয়েছে রংপুর কারাগার।
ওসমান আলী ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের বেলতলা গ্রামের মৃত রজব আলীর ছেলে।
বালিয়াডাঙ্গী থানা সূত্রে জানা গেছে, শনিবার বিকাল ৫টার সময় তারবার্তার মাধ্যমে বালিয়াডাঙ্গী থানাকে রংপুর কারাগারের কয়েদি ওসমান আলীর মৃত্যুর খবরটি জানানো হয়েছে।
বালিয়াডাঙ্গী থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, আমরা বিষয়টি জেনেছি। জানার পর ৭নং আমজানখোর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আকালু ডোংগাকে অবগত করা হয়েছে।
আমজানখোর ইউপি চেয়ারম্যান আকালু বলেন, আমি খবর পেয়ে ওসমানের পরিবারকে খবর দিয়েছি। তারা লাশ গ্রহণের জন্য কিছুক্ষণের মধ্যে রওনা হবে।