“ক্লিন সিটি, ক্লিন বাংলাদেশ”- এ স্লোাগানকে সামনে রেখে আজ সকাল ১০টায় রাজধানীর ফার্মগেটে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ঢাউসিক) এর প্যানেল মেয়র মোঃ ওসমান গনি ফুট ওভার ব্রীজ ও আন্ডারপাস পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং এগুলো ব্যবহারে নগরবাসীকে উদ্বুদ্ধকরণ কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনকালে প্যানেল মেয়র বলেন, বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিনত করতে সকল রাজনৈতিক দলসহ প্রত্যেক নাগরিকের দায়িত্ব রয়েছে। প্রতিটি নাগরিক যদি সচেতন হয়, সবাই যদি দায়িত্ব সঠিকভাবে পালন করে তাহলে ইতোমধ্যে উন্নয়নশীল রাষ্ট্রের যোগ্যতা অর্জণ করা বাংলাদেশ অল্প সময়ে উন্নত রাষ্ট্রে পরিনত হবে। স্কাউট ও ঢাউসিক কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে ঢাউসিক এর আওতাধীন ৪৯টি ফুট ওভার ব্রীজ ও ২টি আন্ডারপাস সংলগ্ন এলাকায় এই উদ্বুদ্ধকরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এছাড়াও একই কার্যক্রম পরিচালিত হয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনেও। তাদের আওতাধীন ৪০টি ফুট ওভার ব্রীজ ও ১ টি আন্ডারপাস সংলগ্ন এলাকায় তাদের সচেতনতা কার্যক্রম পরিচালিত করে।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |