“ক্লিন সিটি, ক্লিন বাংলাদেশ”- এ স্লোাগানকে সামনে রেখে আজ সকাল ১০টায় রাজধানীর ফার্মগেটে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ঢাউসিক) এর প্যানেল মেয়র মোঃ ওসমান গনি ফুট ওভার ব্রীজ ও আন্ডারপাস পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং এগুলো ব্যবহারে নগরবাসীকে উদ্বুদ্ধকরণ কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনকালে প্যানেল মেয়র বলেন, বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিনত করতে সকল রাজনৈতিক দলসহ প্রত্যেক নাগরিকের দায়িত্ব রয়েছে। প্রতিটি নাগরিক যদি সচেতন হয়, সবাই যদি দায়িত্ব সঠিকভাবে পালন করে তাহলে ইতোমধ্যে উন্নয়নশীল রাষ্ট্রের যোগ্যতা অর্জণ করা বাংলাদেশ অল্প সময়ে উন্নত রাষ্ট্রে পরিনত হবে। স্কাউট ও ঢাউসিক কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে ঢাউসিক এর আওতাধীন ৪৯টি ফুট ওভার ব্রীজ ও ২টি আন্ডারপাস সংলগ্ন এলাকায় এই উদ্বুদ্ধকরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এছাড়াও একই কার্যক্রম পরিচালিত হয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনেও। তাদের আওতাধীন ৪০টি ফুট ওভার ব্রীজ ও ১ টি আন্ডারপাস সংলগ্ন এলাকায় তাদের সচেতনতা কার্যক্রম পরিচালিত করে।

প্রতিটি ফুট ওভার ব্রীজ এবং আন্ডারপাসে ২০জন স্কাউট/রোভার স্কাউট, ২ জন স্কাউট সুপারভাইজার ও ৭ জন কর্মকর্তা-কর্মচারীর মাধ্যমে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। এসময় হ্যান্ড মাইকের মাধ্যমে ফুট ওভার ব্রীজ ব্যবহারের উপকারীতা ও অনুরোধ জানানোর পাশাপাশি বিতরণ করা হয় লিফলেট। উদ্বুদ্ধকরণ কার্যক্রম প্রথম পর্যায়ে পরপর ৩ শনিবার অর্থাৎ ২৮শে এপ্রিল, ৫ই মে, ও ১২ই মে হবে।
Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031